আমাদের কথা খুঁজে নিন

   

অন্যায়ের প্রতিবাদ করাও যে দেশে অপরাধ!

নিজকে নিয়ে উদাস আমি, পরকে নিয়ে কখন ভাবি...

একবার চিন্তা করে দেখুন তো! দেশটা আমাদের কোথায় চলেছে? একজন অন্যায় করবে আর কেউ তা প্রতিবাদ করবে বিনিময়ে তাকে পেতে হবে মৃতু্র মতো কঠিন যন্ত্রণা। এ কোন দেশে বাস করি আমরা। আমার আইন শৃঙ্খলা কোথায় পৌছছে একবার ভেবে দেখুন তো। কতটা নিষ্ঠুর হয়ে গেলে মানুষ এই কুৎসিত কর্মটা করতে পারে। বখাটের ইভটিজিং এর প্রতিবাদ করায় জীবন দিতে হলো মিজানকে। আমাদের দেশের মান ইজ্জত তাহলে কোথায় গিয়ে পৌছছে। সরকার কি এসব বিষয়ে খেয়াল রাখছে কিনা সন্দেহ হয়। সব জায়গায় যখন বখাটের জয়জয়কার সে দেশ কি বাস উপযোগী আমাদের জন্য? একবার ভেবে দেখুন তো। ডজনখানেক গোয়েন্দা সংস্থা, হাজার হাজার পুলিশ আর্মি বিডিআর লালন করছে কিসের জন্য। এরা কি বখাটে দের মূলৎপাটনে যতেষ্ট নয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.