জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।
জানা যায়, উপাচার্যের পদত্যাগ দাবি করে দীর্ঘ ১ বছর ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বিএনপিপন্থি প্রায় চার শতাধিক শিক্ষক। এই এক বছর তারা ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক ভবন বন্ধ, ধর্মঘটসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে এসেছেন। আন্দোলনকারী শিক্ষকরা ঘোষণা দিয়েছিলেন, অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ করা মাত্রই আন্দোলন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধমুক্ত করে দেওয়া হবে।
এরপর গত ১৩ জানুয়ারি অধ্যাপক আনোয়ার হোসেন রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। কিন্তু এরপরও আন্দোলনকারী শিক্ষকরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছেন।
আন্দোলন প্রত্যাহারের ব্যাপারে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক অধ্যাপক হানিফ আলী বলেন, আনোয়ার হোসেনের পদত্যাগের বিষয়টি আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি, কিন্তু পদত্যাগ কার্যকর হয়েছে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আর পদত্যাগ কার্যকর হলে অবশ্যই নতুন উপাচার্যকেও নিয়োগ দেয়া হতো। যেহেতু নতুন উপাচার্যকে নিয়োগ দেয়া হয়নি, তাই আমরা ধরে নিয়েছি যে পদত্যাগপত্র গৃহীত হয়নি।
পদত্যাগপত্র গৃহীত হলেই আমরা আন্দোলন প্রত্যাহার করবো।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা ২০১৩ সালের ২০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ রেখেছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।