আমাদের কথা খুঁজে নিন

   

'আন্দোলন করার শক্তি বিএনপির নেই'

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনের পর বিএনপি বর্তমান নির্বাচিত সরকারের পতনের দাবিতে আন্দোলন করার যে হুমকি দিয়েছে তা শুধু তাদের মুখের কথাতেই সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশে আন্দোলন করার মত শক্তি  বিএনপির নেই।

তিনি বলেন, বর্তমান সরকার ৫ বছরের জন্য দেশবাসীর ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গ্রহন করেছে। পাঁচবছরই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। ক্ষমতায় যেতে হলে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারন করতে হবে।

এর কোন ব্যত্যয় হবেনা। সরকার দেশবাসীর শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে যে কোন ধরনের নৈরাজ্য কঠোর হাতে প্রতিহত করবে।

মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনের আগে ও পরে যুদ্ধাপরাধী জামায়াতিদের সঙ্গে নিয়ে বিএনপি যে হত্যা, অগ্নিসংযোগসহ নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল, তা দেশবাসী এখনও ভুলে যাননি। যে আন্দোলনের সঙ্গে জনসম্পৃক্ততা নেই তা কখনও সফল হতে পারেনা।  

তিনি বলেন, বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত এ সরকারকে অবৈধ বলে বিদেশীদের কাছে ধর্না দিয়েও কোন সুফল পায়নি।

আন্তর্জাতিক মহল এ সরকারকে স্বাগত জানিয়েছে। মহান স্বাধীনতার মাসে বেগম জিয়া ও বিদেশে থাকা তার ছেলে তারেক রহমান জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলে হাস্যকর প্রসঙ্গের অবতারনা করেছে।

আজ বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, খলিলুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার মধূ, জিয়াউর রহমান স্বাধীন ও আলী আসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.