আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় দিনে লং মার্চ টাঙ্গাইলে : রপ্তানীর সুযোগ রেখে কয়লা নীতি জনগণ মানবে না

‎'উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’, এবং ‘বহুজাতিক কোম্পানি বা দেশি লুটেরা গোষ্ঠী নয়, গ্যাস-কয়লা-তেল-সমুদ্রসহ সকল সম্পদের মালিক দেশের জনগণ’

গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে ৭ দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ ২৫ অক্টোবর, সোমবার দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ পোঁছেছে। সকাল ৯ টায় গাজীপুর চৌরাস্তা থেকে শত শত নেতা কর্মী লং মার্চ শুরু করে। এরপর কোনাবাড়ী, চন্দ্রা, পাকুল্যা, টাঙ্গাইল, এলেঙ্গায় সমাবেশ শেষে সন্ধ্যায় সিরাজগঞ্জে জনসভা অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে বক্তারা বলেন, রপ্তানীর সুযোগ রেখে কয়লা নীতি জনগণ মানবে না। বক্তারা জাতীয় সংসদে খনিজ সম্পদ রপ্তানী নিষিদ্ধ করণ আইন পাশ করার আহবান জানিয়ে বলেন, দেশের গ্যাস বিদ্যুৎ সংকট মোকাবেলায় ৫০ বছরের জন্য গ্যাস কয়লা মজুদ নাই।

তাই গ্যাস কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা ছাড়া গ্যাস কয়লা লুণ্ঠনের যে কোন চক্রান্ত দেশদ্রোহীতার সামিল। নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়িতে জীবনদানের মধ্যদিয়ে জনগণের সাথে সরকারের যে চুক্তি হয়েছিল তাতে পরিষ্কার উল্লেখ ছিল যে দেশের কোনো স্থানে উন্মুক্ত কয়লাখনি করা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি জানান। সমাবেশগুলোতে বক্তব্য রাখেন, জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, মনজুরুল আহসান খান, বিমল বিশ্বাস, খালেকুজ্জামান, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, রাগীব হাসান মুন্না, টিপু বিশ্বাস, মোশরেফা মিশু, সাইফুল হক, জোনায়েদ সাকী, অধ্যাপক আব্দুস সাত্তার, বীরেণ সিংহ, মঈন উদ্দীন চৌধুরী লিটন, শামসুজ্জোহাসহ স্থানীয় নেতৃবৃন্দ। পথে পথে শতশত মানুষ স্বতঃস্ফুর্তভাবে লং মার্চে সমর্থন জানায়।

জাতীয় কমিটির নেতা কর্মীরা এই সময়ে প্রচার পত্র বিলি করেন ও জনগণের সাথে মতবিনিময় করেন। লং মার্চে নেতা কর্মীরা শ্লোগান ও গানে গানে বহুজাতিক কোম্পানী ও দেশীয় লুটেরাদের হাত থেকে গ্যাস কয়লা রক্ষার শপথ উচ্চারণ করেন। ২৬ অক্টোবর সকাল ৯ টায় সিরাজগঞ্জ থেকে লং মার্চ শুরু হয়ে বিকেলে শেরপুর এবং সন্ধ্যায় বগুড়ায় পৌঁছাবে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.