আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসনের কবিতা - ৫

ঘরপোড়া গরু হলেও এখনো মেঘ দেখে ভয় পাই নি...

মুক্তি একজন মানুষ মুক্তিফল আনতে গিয়েছিল সে বলেছিল, আমি ফিরে আসবো, প্রতীক্ষায় থেকো। জানি না সে কোথায় গেছে কোন্‌ হিম নিঃসঙ্গ অরণ্যে বা কোন্‌ নীলিমাভুক পাহাড়চূড়ায় জানি না তার সামনে কত দুরস্ত বাধা জানি না সে সংগ্রাম করছে কোন্‌ অসহনীয়ের সঙ্গে। সে মুক্তিফল আনবে বলেছিল সে বলেছিল প্রতীক্ষায় থাকতে আমি দ্বাদশ বৎসর থাকবো তার জন্য পথ চেয়ে তার পরেও সে না ফিরলে আমাকে যেতে হবে..... আমিও না ফিরলে যাবে আমার সন্তান সন্ততিরা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।