কবি ও কবিতার যাবতীয় স্থলন/ ভুলে তুমি ছুঁয়ে দিলে দ্বিগুণ ফলন/ উঠতেই পারে ঘরে ইচ্ছায় পালন/ নামগোত্রহীন হবে ফকির লালন।
১.
এই শহরেই তোমার আমার দেখা
দু’জনেই সেদিন ছিলাম আগুন্তুক
জীবিকার টানে এই শহরেই একা
কুরে কুরে খায় নির্বাসনের অসুখ।
২.
এই শহরটা আলোতে ঝলমলে
আমার বুকে খা খা করে দুপুর
এই শহরে হাজার জোনাক জ্বলে
আমায় টানে তোমার পায়ের নুপুর।
৩.
এই শহরটা ভীষণ রকম রঙিন
ছোঁয় না তবু একটু আলোক ছটা
দাবরে বেড়াই শহর রাস্তা দিন
তুমি ছাড়া ব্যর্থ আমার হাঁটা।
৪.
বিকাল হলে ডাকে জাদি পাহাড়
একলা বসে তোমায় দেখি শহর
ভিন গাঁয়েতে থাকে মনের আহার
তারে ছাড়া আর কাটে না প্রহর।
৫.
কক্সবাজারে নির্বাসনে আছি
তবু মনের মধ্যে তোমার জন্য ক্ষুধা
সাগরের জল বলে মেঘ হয়ে বাঁচি
জানে তা কবি নূরুল হুদা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।