[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
গতকাল মনটা ভীষন বিক্ষিপ্ত ছিল। জীবনে একটা চরম বোকামী করেছিলাম আজ থেকে চার বছর পূর্বে। সেই বোকামী, সেই ভুল , সেই অর্বাচীন কর্মআজও মাঝে মাঝে একান্ত নিজস্ব ক্ষণে মনকে ভীষণ উদ্্বেল করে, মনের শূণ্যতার মাঝেও শূণ্যতা সৃষ্টি হয়। গতকাল একটু বেশীই মন উচাটন হাওয়র টানে দুলছিল। বিকালে সাগর পাড়ে গিয়েছিলাম ।
এই সাগরের টানেই মা-বাবা, চেনা ঢাকার অলি গলি ছেড়ে, শত বন্ধুর আড্ডা মুখর সন্ধ্যা ছেড়ে বেছে নিয়েছি সাগরতীরের এই নির্জন আবাসন । এ আমার স্বেচ্ছা বরণ নিসঙ্গতা। বর্ষার সাগর একটু আলাদা থাকে যা আগে কখনওই দেখিনি যতবার ঘুরতে এসছি সাগর এর ভালবাসায়। সে সম গুলো ছিল শীতের মাঝে বা শীতের আশেপাশে। এবারস্নসাময়িক এ স্থায়ী আবাসনের সুবাধে বর্ষার বৃষ্টি মেদুর আমেজে সাগরের উত্তালতা প্রাণ ভরে দেখার সুযোগ হচ্ছে নিয়ত।
গতকাল বিকালে মেঘ কাদছিল ঠিকই কিন্তু মুখ তার বেজার ছিল । কালো ছপা ছিল আকাশের গায়ে গায়ে। একটু অবাক হলাম সচারচর এ সময় পর্যটকের ভীড় থাকেনা বললেই চলে। কাল ছিল একেবারে ভীন্ন দৃশ্য। কেবল লোক আর লোক।
এত সাগর প্রীতী মানুষের মনে এদের কে না দেকলে বোজা যায়না আসলে। সাগরের তীরে মন শেয়ারকরা নর নারী গুলোর মুখে তাকালে বোঝা যায় সাগর এর নোনা ছোয়া য় ভালবাসার প্রকৃত ভাব কিভাবে ঝিলিক মারে তাদের অবয়ব জুড়ে। মনে পড়ে যায় বিশাল সাগরের মুর্ছনা ময় গর্জনে , ঢেউ এর প্রতিটি টানে, সাগর জুড়ে বয়ে যাওয়া সুস্মিত বাতাসের ছোয়ায় সেই ভুল আমার । কষ্ট শেয়ার করে সাগর । সাগর কে তো তাই এত ভালবাসি।
সাগর যে আমার অতি আপন। আগ্নেয়গিরির মাঝে জ্বলতে খাকে পৃথিবীর নিজস্ব কত কষ্টসম উপাদান। কেই কি দেখে । না মানুষের সাধ্য কোথায় ও াভ্যন্তরে প্রবেশের । মনে এমন কত আগ্নেয়গিরি জনে জনে।
সময় সময় লাভা উগলে চলে আসে মস্তিষ্কে। কষ্ট হয় মানুষের । যার কষ্ট সেই বোঝে। সেটাই ভালো। আত্ম কষ্ট উদযাপন করে করেই জীবন পোক্ত হয়।
সাগর ডাকছে আবার আমায়। আরও কিছু বলার আছে সাগরকে ভালবেসে। ঘেির এস বলব।
শুভ বিদায়আপাতত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।