ঘরপোড়া গরু হলেও এখনো মেঘ দেখে ভয় পাই নি...
সারা দুনিয়ায়
সারা দুনিয়ায় এক দুর্নিবার চ্যাঁচামেচি, কেড়ে নিতে হবে!
হবেই তো!
যে নেবে না, তার মৃত্যু গাছের ডগায়!
সারা দুনিয়ায় আজ অবিশ্রান্ত হুড়োহুড়ি। কাল যেন শেষ
তার চিহ্ন,
সূর্যাস্তের লাল আভা, পাশে পোড়া ছাই!
সারা দুনিয়ায় আজ লজ্জাহীন রেষারেষি, কে পাবে অগ্রিম
হাত খোলা,
যে হাত দেয় না কিছু, শুধু সব নেবে!
সারা দুনিয়ায় আজ সার্থকতা –-- মৃত্যুপণ, তারই নাম সুখ
দেখা যায়
নদীর অপর তীরে তার অন্য ভাই বসে আছে!
সকলেই যা চেয়েছে, ধরা যাক একদিন তাই পেয়ে গেল
তবু দেখো,
কবিতা লেখার জন্য ক’জন মানুষ শুধু,
কিছুই চাইবে না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।