আমাদের কথা খুঁজে নিন

   

বিসর্জন অথবা নির্বাসনের ক্ষণ.............

আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে.........

স্বপ্নত্থিত স্বয়ংবরা তুমি অথচ আমাকে বেধেছ তোমার সুধাযুগলের মতো ভালোবাসার তীব্র বন্ধনীতে। আমি স্বপ্নাবিষ্ট;অসহযোগ আমার সারাক্ষন কিলবিল করে মগজের চিলেকোঠায়। তুমুল হট্রোগোল শেষে ক্লান্ত কষ্টগুলো শীতাতপ নিয়ন্ত্রিত স্বপ্ন খোজে। বস্তাবন্দী যন্ত্রণা হাঁতড়ে,ছিঁড়ে-ফুঁড়ে কিছু পাওয়া যাবে,কিছু পাবার ব্যাকুল নেশায় জিভে জলকেলি খেলে একটুকরো রসালো সুখ। বুদ্ধিবৃত্তির স্বচ্ছ কাঁচে দীর্ঘশ্বাষ কেন্দ্রীভূত চাঁদ হয়ে বিস্তৃতির হাসি হাসে ঝাপসা হয়ে আসে প্রিয়তা,জীবনের ক্যানভাসে।

তবু বিভ্রান্তির তুলির আচড়, অবিরাম স্বপ্ন কেটে চলে। তবু ভালোবাসা সংবিধিবদ্ধ সতর্কীকরনের লাল সাইরেন বাজিয়ে সীমাহীন পথে চলে। নিয়মের ডাস্টবিনে সোনার টুকরো অনিয়মগুলো ঝাপসা হতে হতে হারিয়ে গিয়েছে কবে.. মলেনতার শেষ উজ্জ্বলতা বিকিয়ে বিকিয়ে। তবু ভালোবাসা তুমি আমার ছুঁড়ে ফেলি রাজত্ব-সিংহাসন। উত্তপ্ত প্রেমচিহ্ন একে নঁমেছি তোমায় অচিত্রিত ক্যানভাসে....।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।