আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের প্রথম শহীদ- সুমাইয়া



আরবের আগুন ঝরা মধ্যাহ্ন|উর্ধাকাশ থেকে যেন মরু সুর্য আগুন বৃষ্টি করছে| এমনি সময়ে আগুন ঝরা মরুভূমির বুকে নির্যাতন চলছে এক নারীর উপর- সুমাইয়ার উপর| ইসলাম প্রচারের শুরুতে যারা রাসুলের (সা) আহবানে সাড়া দিয়েছিলেন, সুমাইয়া তাদেরই একজন| সুমাইয়ার নারীদেহ ভংগুর, স্পর্শকাতর, কিন্তু আত্মা তার অজেয়| বক্ষে তার বিশ্বাস-ঈমানের দুর্জয় শক্তি ও সাহস| সুমাইয়ার উপর এ নির্যাতন কেনো?? তার অপরাধঃ এক আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করেছেন| তার জীবন মৃত্যু-সাধনার সবকিছুই নিবেদন করেছেন আল্লাহর নামে| তাইতো শত অমানুষিক নির্যাতনেও সুমাইয়া অচল অটল| তার দেহ নির্যাতন নিপীড়নে জর্জরিত হোক, তার কোমল দেহ পুড়ে ছাই হয়ে যাক, তবু অসত্যের কাছে, অত্যাচারের কাছে তার অমর আত্মা কখনো নতি স্বীকার করবেনা| এত কষ্ট দিয়েও শত্রুর মন টললো না| ইসলামের শত্রু আবু জাহল সুমাইয়ার অবিচল নিষ্ঠা, অপুর্ব সাহস-সহিষ্ণুতা ও দৃঢ়তা দেখে অস্থির হয়ে তার দিকে বর্ষা ছুড়ে মারল| বর্ষা গিয়ে সুমাইয়ার নিম্নাংগ ভেদ করল| সুমাইয়ার দেহ ভূলুন্থিত হয়ে পড়ল| তার মৃত্যুঞ্জয়ী আত্মা চলে গেল জান্নাতে|দু'মুঠো মাটির দেহ পড়ে রইলো পেছনে... সুমাইয়ার পবিত্র রক্তে রঞ্জিত হলো আরবের মাটি- সেই রক্তে উত্তপ্ত হলো ভবিষ্যতের শত সহস্র শাহাদাত-আত্মত্যাগের বীজ| সত্যের জন্য উতসর্গীত প্রান যার, মৃত্যুতে তার কিসের ভয়, কিসের শঙ্কা|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.