আমাদের কথা খুঁজে নিন

   

নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই : বনা রানী হালদার



নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই : বনা রানী হালদার মাত্র তিন বছর বয়সে সঙ্গীত শিক্ষায় হাতেখড়ি নিয়েছেন বনা রানী হালদার। সম্প্রতি জি-সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘গীত শেষে বীণা’। নজরুল সঙ্গীতের অ্যালবামটিতে রয়েছে বারোটি গান। পেশাগত জীবনে ব্যাংকার, ছায়ানটের নজরুল সঙ্গীত শিক্ষক বনা রানী হালদারের সঙ্গে কথা হলো এ প্রসঙ্গে বর্তমান প্রেক্ষাপটে নজরুল সঙ্গীতের চর্চা দুঃসাহসী কাজের মধ্যেই পড়ে। এরই মধ্যে আপনার নজরুল সঙ্গীতের প্রথম একক অ্যালবাম বেরুল।

কেমন লাগছে? আসলে দুঃসাহসী কাজের মধ্যেই আছে আনন্দ যদি সেই দুঃসাহসটা দেখানো যায় ভালো কিছুর জন্য, সত্য ও সুন্দরের জন্য। আমাদের ভালো লাগছে যে, আমি এ কাজটি করতে পেরেছি। আপনার প্রতিশ্রুতির কথা বলুন আমি নজরুলকে ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। নজরুল এমন এক সঙ্গীত প্রতিভা যিনি গোটা পৃথিবীর সুরকে তার সঙ্গীতে ধারণ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের বিচিত্র সুরকে তিনি নানাভাবে, নানামাত্রায় গানে ব্যবহার করেছেন।

বর্তমান প্রজন্ম নজরুল সঙ্গীত শুনবে না, নজরুল সঙ্গীত সম্পর্কে জানবে না— এমনটা হতে পারে না। আমি চাই বর্তমান প্রজন্ম ও ভবিষ্যত্ প্রজন্ম নজরুল সঙ্গীত সম্পর্কে আরও ভালোভাবে জানুক। এতে করে আমাদের শিল্প-সাহিত্য-সমাজ সবই উপকৃত হবে। নজরুলের অসংখ্য গান এখনও অনেক অপরিচিত, অনেক গান গাওয়া হয় না, অনেক গান গাওয়া হচ্ছে না। এসব গান নিয়ে আপনার চিন্তা-ভাবনা কী? একাধারে আমি নজরুলের নানারকম গানের চর্চা চালিয়ে যাচ্ছি।

পরবর্তী সময়ে ওইসব গানও শ্রোতারা শুনতে পাবেন বলে আশা রাখছি। নজরুলের অপরিচিত ও আড়ালে পড়ে যাওয়া গানগুলো আমরা শ্রোতাদের পৌঁছে দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাত্র তিন বছর বয়সে গানের চর্চা শুরু করেছেন, এত দেরিতে অ্যালবাম প্রকাশ করলেন কেন? জীবন-জীবিকার তাগিদ আছে তো। কাজ করি ব্যাংকে। সকালে বেরুলে বাসায় ফিরতে ফিরতে রাত।

কী আর করা যাবে? তবুও চর্চা চালিয়ে যাচ্ছি বিরামহীন। সঙ্গীত চর্চার তিন যুগ পার করেছি। নানা কারণে এতদিন অ্যালবাম প্রকাশ করতে পারিনি। বর্তমান প্রজন্মের সৃষ্টিশীল সঙ্গীত চর্চা সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আসলে ভালোটা আমাদের খুঁজে নিতে হবে।

এই হৈ-হল্লার ভিড়েও ভালো কাজ কিছু না কিছু হচ্ছে। এটা খুঁজে নেয়ার একটা দায়িত্ব তো আমাদের আছেই। কথা, সুর আর গায়কী—এই তিনটি আসল বিষয়। সুন্দর কথা, সুন্দর সুর আর সুন্দর গায়কী মিলেই ভালো গান হয়। এই ভালোটা খুঁজে বের করতে হবে।

শিল্পবোধ আর রুচিবোধের যে একটা সঙ্কট চলছে, এটাকে কীভাবে দেখছেন? এই সঙ্কট আসলে আমাদের আর্থ-সামাজিক কারণে। উন্নয়নশীল দেশগুলোতে এমনটাই হয়। অভাবের তাড়না, পয়সার প্রয়োজন শিল্পবোধ আর রুচিবোধের সঙ্কট তৈরি করে। আগে তো পেটে ভাত জুটতে হবে, তারপরই সৌন্দর্যটা, শিল্পটা বের হয়ে আসবে। অভাব-অনটনের কারণেই আসলে শিল্পটা বাণিজ্যিক হয়ে যাচ্ছে।

তারপরও শিল্পীত ও রুচিশীল কাজ হচ্ছে। আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হলে এটা আরও বেগবান হবে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.