ফেরদৌস আরা। নজরুলসংগীতের শিল্পী। শিক্ষকতাও করছেন দীর্ঘদিন। চ্যানেল আইয়ে আজ রাতে প্রচারিত হবে তাঁর একক গানের অনুষ্ঠান ‘পথহারা’।
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী...
আমার কাছে আজকের দিনটি একটু আলাদা।
তাঁর গানের চর্চা করছি দীর্ঘদিন। আমার চেতনার সঙ্গে মিশে আছেন তিনি। নিজের কোনো আপনজনের মৃত্যুবার্ষিকী যেমন, আজকের দিনটিও আমার কাছে তেমনি অর্থ বহন করে।
নজরুল স্মরণে যেসব অনুষ্ঠানে অংশ নিচ্ছি...
২৩ আগস্ট থেকে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে নিয়মিত নজরুলের গান করছি। এটিএন বাংলায় একটি টক শো করেছি।
বিটিভিতে অনুষ্ঠান করেছি দুটি—‘সম্প্রতি’ আর ‘অঙ্গনা’। চ্যানেল সিক্সটিন আমার কয়েকটি গানের মিউজিক ভিডিওসহ একটি আলোচনা অনুষ্ঠান করছে। নজরুল ইনস্টিটিউট নজরুল স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠান করছে। আজ সন্ধ্যায় আমি গান করব।
‘পথহারা’...
‘পথহারা’ অনুষ্ঠানে নজরুলের পাঁচটি গান গেয়েছি।
গানগুলোর রেকর্ডিং আর দৃশ্যায়ন হয়েছে কলকাতায়। পরবর্তী সময়ে এটি ডিভিডি আকারেও পাওয়া যাবে।
ক্ষুদে গানরাজের বিশেষ আয়োজন...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।