আমাদের কথা খুঁজে নিন

   

সর্দি হলেই হয় অনুভব...এইতো আছিস তুই.....।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।

১. বৃষ্টি চেয়ে কান্ত আমি তৃষনার্ত এক চাতক, তোমায় আমি ঠিক চিনেছি মায়াবীনি ঘাতক। ২. ভালবাসার মুখোশ পরে খাচ্ছ আমায় ছিলে, সেই প্রমানই পাচ্ছি আমি খাওয়ার পরের বিলে। ৩. মনটা আমার চাঁদের ন্যায় তুমি তার সূয্যি, তোমার আলোয় আলোকিত হচ্ছি আমি রোজ্জই। ৪. বড্ড তোমায় ভালবাসি দোষ কি আমার সেটা ? চোখ যে তোমার কথা বলে দোষ করেছে সেটা।

৫. ভালবেসে রুমাল দিলি সঙ্গে যাতে থুই, সর্দি হলেই হয় অনুভব এইতো আছিস তুই। । ৬. আমার হৃদয় ফুল বানিয়ে দিলাম উপহার, ফুলটা ফেলে কাঁটা তুমি করলে ব্যাবহার। । ৭. কান্ত আমি মুক্তি চেয়ে মামলা ঠুকে ঠুকে, তোমার মনের ঘাতাগারে মরছি ধুকে ধুকে।

। ৮. ভাঙ্গা আমার হৃদয়টাকে বেচ্বো সস্তা দামে, কিনতে চাইলে দরখাস্ত পাঠিও নীল খামে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।