সর্দি রোগটা একটু বেশি অবাধ্য টাইপের। মানুষের দেহে জলবসন্ত,হাম বা মাম্পস হলে এদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জন্মে যায়,তাই আর কখনো মানুষ এসব রোগে আক্রান্ত হয় না। কিন্তু সর্দি মানুষের দেহে বারবার রূপ পাল্টিয়ে প্রবেশ করে। তাই আমাদের দেহের শ্বেত কণিকারা এদের চিনতে পারে না। তাই এদের বিরূদ্ধে সময়মত প্রতিরোধ করতে পারে না।
এই জীবাণুদের ধ্বংস করতে তাই শ্বেত কণিকাদের কিছু বাড়তি সময়ের প্রয়োজন হয়। মানুষের শরীর তাই কখনোই সর্দিকাশিকে পরাস্থ করতে পরেনি।
যাই হোক। নিচের ছড়াটি আমি লিখেছিলাম ক্লাশ ফোর এ থাকতে। তখন আমি সর্দিজ্বরে আক্রান্ত হয়েছিলাম।
সর্দি আপনি ছাড়ুন আমায়
ছাড়ুন আমার মাকে,
না ছাড়িলে ওষুধ খেয়ে
ছাড়াব আপনাকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।