মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে এ ভাইরাসে মারা গেছে অন্তত ১৮ জন। রোববার ফ্রান্সে আরেকজনের দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
ফ্রান্সে করোনাভাইরাস আক্রান্ত অপর মানুষটির সঙ্গে একই হাসপাতাল কক্ষে থাকার পর দ্বিতীয় ব্যক্তির দেহে এ ভারইস সংক্রমণ ধরা পড়ে।
ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক কেইজি ফুকুদা বলেন, সৌদি আরবে বেশকিছু মানুষ এ ভাইরাস আক্রান্ত হলেও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাধারণভাবে এটি ছড়িয়ে পড়তে পারে বা মহামারি হয়েদেখা দিতে পারে এরকম কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি।
কিন্তু তিনি বলেন,“উদ্বেগের বিষয় হচ্ছে...বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে দেখা গেছে, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে ভাইরাসটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে।
”
ফলে এ ব্যাপারে দেশে দেশে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন বলে জানান ফুকুদা।
নভেল করোনাভাইরাস সংক্রমণে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি অকার্যকর হয়ে পড়ে।
সৌদি আরবের স্বাস্থ্য বিভাগ রোববার জানায়, করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই ব্যক্তির সন্ধান মিলেছে। এ নিয়ে দেশটির আল-আশা এলাকায় নয়জনের দেহে এ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হল।
২০০৩ সালে এশিয়ার বিভিন্ন দেশে একই ধরনের সার্স বা ‘সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটোরি সিনড্রোম’ ভাইরাস সংক্রমণে ৭৭৫ জন মারা যায়।
নভেল করোনা ভাইরাসটিও এক-জাতীয়। তবে দুই ভাইরাসের বৈশিষ্ট্যে পার্থক্য আছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।