নারী মানে বদলাতে হবে---
ডা.সুরাইয়া হেলেন
নারী মানে কি গৃহবধূ ?
নারী মানে কি গৃহসজ্জা ?
নারী মানে কি বিয়ে-শাদী ?
নারী মানে কি দাসী-বাদী?
নারী মানে কি ভোগের থান?
নারী মানে কি আহার-বাসস্থান?
নারী মানে কি গর্ভধারণ?
নারী মানে কি সন্তান পালন?
নারী মানে কি বদ্ধ জগৎ ?
নারী মানে কি দাসত্ব-খত?
নারী মানে কি রান্না-বান্না?
নারী মানে কি শুধুই কান্না?
এসব মানে ছাড়তে হবে,
এসব মানে ছুঁড়তে হবে,
এসব মানে বদলাতে হবে,
এসব মানে ভুলতে হবে ।
এখন তোমায় বলতে হবে,
নারী-নর একই মানুষ ,
একই হৃদয়,একই ফুসফুস,
নরের মতো নারীও মানুষ,
মানতে তোমায় হতেই হবে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।