আমাদের কথা খুঁজে নিন

   

তুরাগ তীরের জুমায় লাখো মুসল্লি

বেলা পৌনে ২টার দিকে ইজতেমা ময়দানে দেশ বিদেশের মুসল্লিদের এই জামাতে ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের।

এর আগে ফজরের নামাজের পর ভারতের মাওলানা ভারতের মাওলানা জামশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা আনুষ্ঠানিকতা।

আগের দিন ইজতেমা ময়দানে হাজির হওয়া মুসল্লিরা ছাড়াও ঢাকা, গাজীপুর ও আশপাশে জেলাগুলোর কয়েক লাখ মানুষ এদিন ইজতেমা ময়দানে জুমার নামাজ পড়তে আসেন।

সকাল থেকে বাস, ট্রাক, ট্রেন, প্রাইভেটকারসহ বিভিন্ন বাহনে চড়ে, এমনকি পায়ে হেঁটেও ইজতেমাস্থলে সমবেত হন মুসল্লিরা। এক পর্যায়ে ইজতেমা মাঠের মূল প্যান্ডেল ছাপিয়ে আশপাশের এলাকা লোকারণ্যে পরিণত হয়।

অনেক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া রাস্তা, তুরাগ নদীর ভাসমান সেতুতে জুমার আদায় করেন।

ইমাম জুমার নামাজ পরিচালনা করেন তুরাগ নদীর পশ্চিম পাড়ে অবস্থান নিয়ে।

বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমা শেষ হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.