মানুষ আমি আমার কেন পাখির মত মন....
প্রথমেই পত্রিকায় প্রকাশিত একটি চিঠির প্রতি দৃষ্ট আকর্ষন করছি
Click This Link
ট্রেনটি প্রতিদিন মাত্র ২বার যাওয়া আসা করে। যে পরিমান যাত্রী এই ট্রেনে উঠে তাতে এরকমের আরও অন্তত ২টি ট্রেন চালু করা উচিৎ। আর ট্রেনে এতো মানুষ হয় যে এটির বগির সংখ্যা দ্বিগুন হওয়া দরকার।
অনেকে হয়ত এখনো ভাবছেন "ট্রেনে কে উঠে?"
কিন্তু ট্রেনে এখন অনেকেই উঠে, আমি প্রতিদিন ট্রেনে যাতায়াত করি। এখনে কয়েকটি উদাহরন দিচ্ছিঃ
গতকাল ট্রেনে এক মহিলার সাথে পরিচয় হলো
তিনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, থাকেন উত্তরা ১০ মন্বর সেক্টরে, সোনালী ব্যাংকের হেড অফিসে কাজ করেন, যাতায়াতের জন্য তিনি ট্রন ব্যবহার করেন ।
আজ একজন মহিলার সাথে পরিচয় হলো, তিনি স্টক একচেন্জ-এ কাজ করেন, টংগী কলেজগেট এলাকায় থাকেন, যাতায়াতের জন্য প্রতিদিন ট্রেন ব্যবহার করেন কারন ট্রেনে যা ১ঘন্টার পথ বাসে সেখানে ৩ ঘন্টা লাগে।
গত ২ দিন কমলাপুর থেকে বিমানবন্দর যাবার পথে ট্রেনে বারবার একজনের সাথে দেখা হয়ে যায়, তিনি মতিঝিলে ডাচ বাংলা ব্যংকে চাকরী করেন থাকেন নিকুন্জে যাতায়াত করেন ট্রেনে।
সংগত কারনে এখানে কারো নাম উল্লেখ করিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।