আমাদের কথা খুঁজে নিন

   

অবলা তুরাগ

অবলা তুরাগ -রাকিবুল হাসান শেখ মৃত নদী পড়ে থাকে কালের বন্যায়, তোমার উপর হচ্ছে জুলুম হাজার অন্যায়। 'তুমি আর নেই সেই তুমি'- গান গেয়ে লাভ কি বল আমার? পাষাণ হৃদয় খেয়েছে তোমার বীজ। আমার অপেক্ষা ছিল তোমার রিক্ত হওয়া পর্যন্ত, যাতে আমি এড়াতে পারি সব দায়ভার অন্যের কাঁধে ঝুলিয়ে শেষ অবধি। তুমি ক্ষমা কর না আমায়, হাজারবার মাড়িয়েছি তোমার উপরে, তোমার তীর আমার চখ জুড়িয়েছে কত। আজ আমি ব্রীজ পেয়েছি,তাই এ কৃতজ্ঞতা আজ ঘৃণাসদৃশ। দূর থেকে তাকিয়ে ভাবি এই তোমার পরিণতি? আফসোস আফসোস করে পাশকাটাই। এমনি আমি, আমার নীতি! কুৎসিত আমার মনের চাওয়া, আর জড়িয়ো না আমায় স্মৃতিতে। সাতার জানিনা আমি, তবু তোমার জলে ডুবে একবার শুধু নাইতে চাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।