১৯৭১ সালের মার্চ মাসের ২৭ তারিখে হবিগঞ্জের ট্রেজারির অস্ত্র দিয়ে একটি আনসার প্লাটুন গঠন করা হয়। পরে এর সাথে যোগদেয় মোজাহিদ, ছুটিতে আসা সৈনিক, পুলিশ, ছাত্র যুবকবৃন্দ। সিলেট মুক্ত করার জন্য এ দলটি শেরপুরে ডিফেন্স নেয় এবং রাতে নৌকাযোগে কুশিয়ার নদী পার হয়ে সাদীপুরে তারা লিপ্ত হয় যুদ্ধে। সাদীপুরে পাঞ্জাব রেজিমেন্টের একটি বা দুটি কোম্পানি ছিল। যুদ্ধে তারা পরাজিত হয়ে চলে যায় সিলেট। এখন শেরপুরে এই সব প্রতিরোধ যোদ্ধাদের উপস্থিতি ও সাদীপুরে যুদ্ধে লিপ্ত হওয়ার তারিখ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। আমি মুক্তিযুদ্ধের উপর একটা বই লিখার জন্য দীর্ঘদিন যাবত তথ্য সংগ্রহ করছি। জেনারেল সি.আর.দত্ত, জেনারেল সফিউল্লাহ, মেজর রফিকুল ইসলাম, মানিক চৌধুরী, দেওয়ান ফরিদ গাজীর তথ্য আমার কাছে আছে। এদের বাইরে কেউ কোথাও শেরপুর ও সাদীপুরে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানের তারিখ প্রকাশ করে থাকলে, সেই সুত্র জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।