প্রতারিত সৈনিক, বেচে থাকা যোদ্ধা, বিজয়ের নেই কোন লেশ ব্লগারদের মধ্যে কারো বাড়ি যদি নকলা থানার শেরপুর জেলায় হয় , প্লিজ দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। আমার একটি প্রান পড়ে আছে সেখানে। বর্তমানে কোথায় আছে জানি না। তাই মনটা চটপট করছে। আজ থেকে প্রায় ১৬ বছর আগের কথা।
সেই শেষ দেখা, আর দেখা হয়নি। আর দেখা হয়নি। জীবনের প্রথম প্রেম। আজ্ও ভূলতে পারিনি তাকে। তার চেহারাটা ও মনে নেই।
শুধু তখনকার সময় তার মুখে একটা দাগ ছিল সেটা মনে আছে। আর মনে আছে সে খুব সুন্দরী চিল। তার হাটা-চলা ভাব ভাঙ্গীমা সবই মনে আছে আমার। আর মনে আছে তার সেই স্মূতি যে দিন আমাকে সে বলেচিল "তুমি একদিন অনেক বড় হবে" আমি বড় হয়েছি অনেক বড়, কিন্তু সে আমার পাশে আজ নেই। তার কথা মনে হলেই আমার বুকটা কামড়ে উঠে।
সহ্য করতে পারি না। তাকে একটি বার দেখার জন্য মনটা চট পট করে। কিন্তু কিভাবে? আমি তার বর্তমান ঠিকানা বা অবস্থান সম্পর্কে জানি না। তার মামার ফোন টা ও বন্ধ। তাই আমি পাগল প্রায়।
সেও নিশ্চই এখন অনেক বড় হয়েছে।
তার নাম ছিল মোছা. হোসনে আরা আক্তার মলি
ঠিকানা (মামার বাড়ী) গ্রাম-কাজাই কাটা, থানা- নকলা, জেলা- শেরপুর,
কোন ব্লগার যদি তার আশ পাশে থাকেন তাহলে দয়া করে উক্ত ঠিকানায় যোগাযোগ করে (মামার নাম মো. শাহজাহান, তিনি আমাদের এখানে করিম গ্যালভ্যানাইজড স্টিল লিঃ , কাকিয়া বাজার, শ্রীমঙাগল , মৌলভীবাজারে চাকুরীরত ছিলেন) আমাকে লোকেশান এবং ঠিকানা দিলে আমি চির জীবনের মত তার কাছে কৃতজ্ঞ থকিব এবং বিনিময়ে কিছু চাইলে আমি দিতে বাধ্য থাকিব।
তাই দয়া করে ব্লগার ভাই ও বোনেরা আমাকে সাহায্য করুন। প্লিজ
আমার সেল ফোন নং- ০১৭১১-১৬৮৬৭৬, ই মেইল ঃ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।