কোন এক কাকডাকা ভোরে অন্ধকারের বুক ছিঁড়ে ফোটে উঠা আলোর হাত ধরে আমি হেঁটে গিয়েছিলাম প্রসন্ন পৃথিবীর পথ ধরে,একটি সূর্য আমায় ডেকেছিল বলে। রাজধানী ঢাকা থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শেরপুর জেলা। এ জেলার রয়েছে অনেক বছরের লালিত সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই শেরপুর জেলায় ৪, ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী যুব উৎসব ও আইটি মেলা। শেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এই ইভেন্ট এর আয়োজক শেরপুর যুব উৎসব ও আইটি মেলা ২০১২ উদযাপন পরিষদ যার প্রধান সমন্বয়ক হিসাবে আছেন শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক সফল মেয়র জনাব গোলাম কিবরিয়া লিটন।
যুব উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মলয় চাকী ও সদস্য সচিব নাজমুল আলম। আইটি মেলা উদযাপন পরিষদের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রনি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সোহাগ। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘যুব সমাজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জাতীয় সংহতি, শান্তি ও পরিবর্তন নিশ্চিতকরণ’। এবারের উৎসবের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে http://www.youthfestivalbd.com. এর আগে শেরপুরে ২০০৬ সালে প্রথম যুব উৎসব এবং ২০১০ সালে প্রথম আইটি মেলা অনুষ্ঠিত হয়। এবার সেই দুই ইভেন্ট এক সাথে হচ্ছে এবং তা কলেবর এর দিক থেকে প্রথম বারের ইভেন্টকে বহুলাংশে ছাড়িয়ে যাবে।
এই ইভেন্ট এর মিডিয়া পার্টনার বৈশাখী টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি, দৈনিক কালের কণ্ঠ, মাসিক কম্পিউটার বার্তা এবং রেডিও হেভেন। ৪ অক্টোবর এই উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব রেজাউল করিম হীরা এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেরপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আতিউর রহমান আতিক। আরো উপস্থিত থাকবেন শেরপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব জাকির হোসেন, পুলিশ সুপার জনাব আনিসুর রহমান এবং পৌরসভার মেয়র জনাব হুমায়ূন কবির রুমান ও স্থানীয় গন্নমান্ন ব্যাক্তিগণ। উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর এ প্রথমবারের মতো উপস্থিত থাকবেন কম্পিউটারে বাংলা লেখার জনক, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বার।
তিনি ডিজিটাল বাংলাদেশের উপর একটি সেমিনার পরিচালনা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা ইউনিভার্সিটি এর লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ ও কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক জনাব মামুনুর রশীদ। আইটি মেলায় অংশ নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইটি ক্লাব ও জাহানগীরনগর ইউনিভার্সিটি আইটি ক্লাব। উৎসবের দ্বিতীয় দিন ৫ অক্টোবর মোট চারটি সেমিনার সেশন হবে Youth Leadership, Youth Entrepreneurship, Outsourcing & Social Networking, Local governance এর উপর। তৃতীয় দিন ৬ অক্টোবর দুইটি সেশন হবে Youth in Politics, Drug free youth এর উপর।
এসব সেমিনার পরিচালনা করবে বিভিন্ন জাতীয় পর্যায়ের সনগঠন যেমন Leaders for Nation, Green Volunteers, TIB, Rotaract Club Dhaka এবং Odesk এ তিনটি Category তে সারা বিশ্বে প্রথম সাঈদ ইসলাম। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক জনাব এডভোকেট আব্দুল হালিম, সদ্য প্রয়াত বাংলা সাহিত্তের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ এর ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব, জাহানগীরনগর ইউনিভার্সিটি উদ্ভিদবিজান বিভাগের অধ্যাপক জনাব মনোয়ার হোসেন তুহিন, অভিনেতা ফারুক আহমেদ, বৈশাখী টিভি এর CEO মঞ্জুরুল আহসান বুলবুল সহ আরো অনেকে। আইটি মেলায় প্রথমবারের মতো শেরপুর এ স্টল দিচ্ছে Computer Source, Global brand, Smart Technologies, RM System ইত্যাদি। এসব ফার্ম মেলায় সর্বনিম্ন দামে ল্যাপটপ, ডেস্কটপ, স্পীকার, পেন ড্রাইভ ও অন্যান্য পণ্য বিক্রি করবে। স্থানীয় সেভেন মিরর কম্পিউটার ইন্সিটিউট সহ আরো বেশ কয়েকটি ফার্ম তাদের পণ্য ও সেবার পসরা সাজাবে এই মেলায়।
মেলার শেষ দিনে থাকছে একটি Tech Fashion Show. এখানে কিছু সর্বাধুনিক মডেলের ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য প্রযুক্তি পণ্য প্রদর্শিত হবে। এছাড়া আইটি মেলায় শেরপুরের আইটি ক্ষেত্র প্রসারের জন্য কাজ করা বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে এবং জেলার খ্যাতনামা আইটি এক্সপার্টদের তুলে ধরা হবে। উৎসবের প্রতিদিন সন্ধ্যায় শেরপুরের সেরা শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ঢাকা থেকে নাটক পরিবেশন করতে যাবে নাট্যদল ‘দৃষ্টিপাত’ এবং নৃত্য পরিবেশন করতে যাবে ‘জাগো আর্ট সেন্টার’। এই মেলায় একদিকে শেরপুরবাসী যেমন কম খরচে নতুন প্রযুক্তি পণ্য কিনতে পারবে তেমনি যুবকদের নিয়ে কাজ করা বিভিন্ন স্বনামধন্য সংগঠনের সাথে মতবিনিময় করতে পারবে।
তথ্য প্রযুক্তি ও যুব সমাজ একে অন্যের পরিপূরক। জাতীয় গুরুত্তপূর্ণ ইস্যূতে এই দুই শক্তি হাত ধরে হাঁটলেই আমাদের দেশে জাতীয় সংহতি, শান্তি ও পরিবর্তন আনা সম্ভব। এই চেতনাকে বুকে লালন করতেই শেরপুর যুব উৎসব ও আইটি মেলা ২০১২ এর আয়োজন করা হয়েছে যা এখন পর্যন্ত শেরপুর জেলার সর্ববৃহৎ ইভেন্ট। শেরপুর যুব উৎসব ও আইটি মেলা ২০১২ উদযাপন পরিষদ এই ইভেন্টকে সফল করার জন্য সকলের উপস্থিতি কামনা করছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।