বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রভাবে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর ৭/১ নম্বর পোল্ডারের আওতাধীন শ্যামনগর উপজেলার পদ্মপুকুরের দুটি পয়েন্টের রিংবাঁধ ভাঙ্গন এলকা গত পাঁচ দিনেও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কয়েক হাজার গ্রামবাসী গত কয়েক দিন ধরে প্রাণপন চেষ্টা চালিয়েও কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর প্রবল স্রোতের মুখে বাঁধ মেরামত করতে ব্যার্থ হয়েছে। ফলে পানির তোড়ে তলিয়ে গেছে পদ্মপুকুর ইউনিয়নের ১৫টি গ্রাম। শতাধিক কাঁচা ঘর-বাড়ি ভেঙে গেছে। তলিয়ে গেছে অসংখ্যা চিংড়ী ঘের ও ছোট বড় পুুকুর। ক্ষতিগ্রস্থ মানুষ ভেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। নতুন করে ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়া শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানিউন্নয়ন বোর্ডের আওতাধীন প্রায় ২০০ টি পয়েন্টে নতুন করে ফাটল দেখা দিয়েছে। ফলে সুন্দরবন সংলগ্ন উপকুলীয় দু-টি উপজেলার প্রায় ৫লাখ মানুষ চরম আতংকে দিনাতিপাত করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।