আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে ৪ টি ঘরে অগ্নি সংযোগ

লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত ডাকাত নাসিরের পরিবারের বসতঘর ও রান্না ঘরসহ ৪ টি ঘরে অগ্নি সংযোগ ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা।

আজ দিনে দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।   

পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশের তালিকাভুক্ত ডাকাত নাসির উদ্দিনের টিনশেড বসতঘর ও রান্না ঘরে দুপরে অজ্ঞাতনামা শতাধিক লোক অগ্নি সংযোগ করে। এসময় তার চাচা আবুল হাশেম ও তোতামিয়ার টিনশেড বসতঘরে এবং অপর এক চাচা বাদশা মিয়ার বিল্ডিংয়ের বসতঘরে আগুন লাগিয়ে ব্যাপক ভাংচুর  করে।

পরে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এর আগেই ঘরে থাকা মালামাল পুড়ে ও ভাংচুরের এ ঘটনায় এসব পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

নাসিরের পিতা তোফায়েল আহমদ ও মা হাজেরা বেগম জানান, হঠাৎ শতাধিক লোক আমাদের বাড়ীতে এসে নাসিরকে খোঁজাখুঁজি করে না পেয়ে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে সন্ত্রাসীরা তোফায়েল আহমদের ভাই বাদশামিয়ার বিল্ডিংয়ের দেয়াল, দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে কিছু মালামাল বাহিরে নিয়ে পুড়িয়ে ফেলে বলে জানান তারা।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, নাসিরের বাড়ীতে অগ্নি সংযোগের বিষয়ে আমি অবহিত নই। তবে সে পুলিশের তালিকাভুক্ত ডাকাত তার বিরুদ্ধে সদর থানায় অনেকগুলো মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।   

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.