শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে রোববার আধাবেলা হরতাল ডেকেছে সংগঠনটি।
শহরের উত্তর তেমুহনীতে এ সংঘর্ষে সদর মডেল থানার ওসি আলতাফ হোসেনসহ সাত পুলিশ ও শিবিরের ছয়জন কর্মী আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আলতাফ হোসেন বলেন, সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে শিবিরকর্মীরা আলীয়া মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করেন।
উত্তর তেমুহনীর দিকে যাওয়ার সময় বাধা পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।
এ সময় শিবিরকর্মীরা পৌরসভার একটি কাবার্ডভ্যান এবং এর আগে বাগবাড়িতে একটি ট্রাক ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড শটগানের গুলি ও এক রাউন্ড টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে।
ওসি বলেন, আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন কনস্টেবল আব্দুর রউফ, ইকবাল, দেলোয়ার, ইমরান, শিশির, ও শিব্বির।
তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে তিনি জানান।
শিবিরকর্মীদের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা হয়েছে বলে সংগঠনের নেতাকর্মীরা জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।