লক্ষ্মীপুর -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জে আজ ভোরে পিকাপ ও সিএনজি টেক্সীর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অপর ২জন আহত হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার সিএনজি চালক মহিন উদ্দিন (৪৫), কার্তিক চন্দ্রদাস(৫০) ও মরণ চন্দ্রদাস (৫০) ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার সময় সদর উপজেলার সাধারঘর নামক স্থানে চন্দ্রগঞ্জগামী একটি যাত্রী বাহী সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই সিএনজি চালক মহিন উদ্দিন মারা যায়। গুরুত্বর আহত হয় সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কার্তিক চন্দ্রদাস ও মরণ চন্দ্রদাস (৫০) মারাযান বলে জানা যায়। আহত অন্য ২জন নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে বলে খবর পাওয়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।