সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, রোববার রাত ৩টার দিকে বিঘুলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুর্বৃত্তদের গুলিতে কবির হোসেন নামে ওই যুবলীগ নেতা নিহত হন।
কবির ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী এ কে এম সালাউদ্দীন টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ওই কেন্দ্রের বাইরে পোস্টার লাগাচ্ছিলেন কবির। এ সময় প্রতিপক্ষের লোকেরা তাকে গুলি করে পালিয়ে যায়।”
তার দাবি বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল করীম দীপুর লোকেরাই কবিরকে হত্যা করেছে।
পুলিশ কর্মকর্তা ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা স্থানীয় ওই নেতাকে গুলি করে হত্যা করেছে।”
পঞ্চম দফায় উপজেলা নির্বাচনে সোমবার লক্ষ্মীপুর সদরসহ মোট ৭৩টি উপজেলায় ভোট চলছে।
সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ৮টা থেকে সব কেন্দ্রে ভোট শুরু হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।