আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে আজ দুপুরে আওয়ামীলীগ ও বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামীলীগ ও বিএনপি নেতা সহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে হরতাল বিরোধী একটি মিছিল নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা করইতোলা বাজারে গেলে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।   এসময় ২-৩ টি দোকান ও একটি পিকআপভ্যান ও কাবার্ড ভ্যান ভাংচুর করে হরতাল সমর্থকরা।

এতে চর লরেন্স ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: নুর নবী, উপজেলা যুবলীগের সহসভাপতি কফিল উদ্দিন মাহমুদ, আওয়ামীলীগ কর্মী, শাহ আলম মোল্লা, নুরুল আমিন, নিজাম উদ্দিন, বাহার উদ্দিন ও তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলী দুলাল সহ কমপক্ষে ২০ জন আহত হয়।

এব্যাপারে কমল নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার নুরুল আমিন জানান, বিএনপি ও জামায়াত শিবিরের লোকজন অতর্কিতভাবে আওয়ামীলীগের মিছিলে হামলা করে দলীয় ১৫ জন নেতা কর্মীকে আহত করে।

তবে স্থানীয় বিএনপি ও জামায়াতের দাবী তারা করইতোলা বাজার থেকে হরতালের সমর্থনে মিছিল নিয়ে তোরাবগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আওয়ামীলীগ কর্মীরা তাদের ধাওয়া করলে সংঘর্ষ বেধে যায়। এতে বিএনপি জামায়াতের ৫ জন আহত হয় ।

কমলনগর থানার ওসি তদন্ত আব্দুর জব্বার বলেন, পুলিশ ২০-২৫ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে  আনে।

এ দিকে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল, নৈরাজ্যে ও সহিংসতার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ। মিছিলটি শহরের তমীজ মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় জেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আহমদ পাটোয়ারী, যুগ্ম আহবায়ক একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপনসহ দলীয় বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.