লক্ষ্মীপুরে র্যাব-সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী বাহিনীর প্রধান আসাদুজ্জামান বাবুলসহ দুইজন নিহত হয়েছেন। সদর উপজেলার রতনেরখিল এলাকায় গতরাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান বাবুল একই উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান বাবুলকে ধরতে রাত সাড়ে ১২টায় র্যাবের একটি দল সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রতনেরখিল এলাকায় অভিযান চালায়। এ সময় বাবুল ও তার বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। র্যাব এবং সন্ত্রাসীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আসাদুজ্জামান বাবুল ও তার এক সহযোগী সুমনসহ দুইজন নিহত হয়েছেন। তবে ঘটনাস্থল থেকে সুমনের লাশ সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
নিহত বাবুলের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
নিহত বাবুল একই উপজেলার রতনেরখিল গ্রামের মৃত আমিন উল্লার ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।