আজ দুপুরে মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলে দেখলাম কয়কেজন বিদেশী লোক ও সেখানে নামাজ আদায় করতে এসেছেন। জিজ্ঞেস করলাম ভাই কি নাম,কোন দেশ থেকে এসেছেন?বিদেশী লোকটি জানালেন তিনি তুরস্ক থেকে এসেছেন। তার সাথে এসেছেন আরো বেশ কয়েকজন। তারা এসেছেন ইউনিলিভারের একটি প্রজেক্টের কাজে। কথা হলো তুরস্কের বর্তমান অবস্থা নিয়ে ।
লোকটি জানালেন এখন বেশ ভালোই আছেন তুরস্কের জনগন। বিশেষ করে এরদোগানের সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ বলতে গেলে তাদের হারানো স্বাধীনতা ফিরে পেয়েছেন। তিনি নিজেও এরদোগানকে খুবই পছন্দ করেন। কামাল আতাতুর্ক সম্পর্কে জিজ্ঞেস করতেই মনে হলো বেশ বিব্রত বোধ করছেন । তবে পরক্ষনেই জানিয়ে দিলেন তিনি মোটেও তাকে পছন্দ করেন না।
আমাদের প্রতিক্রিয়া জানতে চাইলে আমার এক বন্ধু সরাসরি জানিয়ে দিল আমরা ও এত সস্তায় বিক্রি হয়ে যাওয়া মানুষ রূপি নেশাখুর জন্তুটাকে কতটা ভালবাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।