সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন এলাকার কয়েকশ’ সহকারী গ্রন্থাগারিক মানববন্ধন শুরু করেন।
বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০-১১ সালে সরাকার মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন পদ সৃষ্টি করে আট হাজারের মত সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দেয়।
“এর আগে কয়েক দফা আশ্বাস দিয়েও আমাদের এমপিও দেয়া হয়নি। আমরা বাধ্য হয়েই ঢাকায় এসে আন্দোলন শুরু করেছি।”
মানববন্ধনে অংশ নেয়া সহকারী গ্রন্থাগারিকরা এমপিও দিতে প্রধানমন্ত্রীর সহনুভুতি প্রত্যাশা করে বক্তব্য দিচ্ছেন।
শিক্ষা ভবনখ্যাত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে সহকারী গ্রন্থাগারিকদের অনশন কর্মসূচি পালনের কথা থাকলেও তাতে পুলিশ বাধা দেয়ায় তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
মিজানুর রহমান বলন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সরকারের কাছে আমাদের দাবি জানাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।