আমাদের কথা খুঁজে নিন

   

অনিবার্য সত্য

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

মেঘ তার বোন হলে নদী তার প্রেমিকা শৈশব যাকে উড়ন্ত ঢেউর যৌবন দিয়েছে তাকেই আজ চলে যেতে হবে; সে আজ চলে যাচ্ছে জোয়ার - ভাটার নিয়ম মেনে আমরাও কাছে যাবো, দূরে যাবো। জন মানব শূণ্য বলে তারাও আজ স্বাধীন ভ্রমণে ব্যস্ত থাকে কোলাহল কিম্বা মানুষ গন্ধ পেলেই ভয়ে ভয়ে গর্ত খুঁজে লুকিয়ে বাঁচার কৌতুহল কাঁকড়ার মতো আমারও আছে হয়তো তাই তোমাকে দেখলে পালিয়ে বেড়াই। ঘুরন্ত চক্রের জাগতিক সত্য; এপারে দিন হলে ওপারে রাত প্রাকৃতিক টানে বন্ধু যারা একদিন তারাও শত্রু হয় বন্ধু শত্রু সত্য খেলায় কেউ কারো ঈশ্বর নয়, তুমিও আর নিজেকে নিয়ে এ ভাবনায় থেকো না। ০৮ আগস্ট ২০০৮ কক্সবাজার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।