আমাদের কথা খুঁজে নিন

   

অনিবার্য পতনপর্ব-১

শাফি সমুদ্র

দূরত্ব জেনেও একদিন খুব নিকটে ছিলে নদীভাঙা শব্দে কেঁপে ওঠা শস্যক্ষেতে ছুঁয়ে দিলে হাত ভাঙাব্রিজের হতভাগ্যস্মৃতি লুকিয়ে রাখি মানচিত্রের ভিতরে মৌনবিষাদগুলি বিত্তহীন ক্ষুধায় স্রোতের গ্রাস হয়ে একদিন রোদের ভাঁজ খুলে তোমাকেই দেখিয়েছিলাম লুট হয়ে যাওয়া শস্যপ্রেম তোমাকেইতো দেখিয়েছিলাম মগজের পথ ধরে কিভাবে হেঁটে যায় বুনোশুকর ক্লান্তি ও শ্রমের ঘামগুলো বরফখণ্ডের মত জমা হয়ে শরীরের ভিতরে বাড়ায় আগুন বন্দুকের কান্নাকে প্রেম ভেবে প্রতিনিয়ত বুকের পাতা খুলে হৃৎপিণ্ড বের করে দিয়েছি নির্দ্বিধায় রক্তপাতহীন আঘাতের দূরত্ব ভেঙে নিমিষেই স্পর্শ করো পৃথিবীর সাম্যবাদীতা আর লক্ষ লক্ষ মৃতু্যগুলো দরোজা থেকেই ফিরে যায় প্রতিদিন হায় ঈশ্বর! মুখের ভিতরে কেন ঢুকিয়ে দিলে গরল ভোর আমরা তো পুগড় যাচ্ছি, আমরাতো জ্বলে যাচ্ছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।