আমাদের কথা খুঁজে নিন

   

'চাচা প্রার্থী হলেও ভোট দেব হিলারীকে'

চাচার পরিবর্তে হিলারী ক্লিন্টনকেই যোগ্য বলে মনে করছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের কন্যা বারবারা বুশ (৩১)। বারবারা বুশ পিপুলস ম্যাগাজিনকে প্রদত্ত সাক্ষাৎকারে বলেছেন যে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হিলারী ক্লিন্টনের পক্ষে কাজ করতে দ্বিধা করবেন না। কারণ, হিলারী হচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে অনেক বেশী যোগ্য। একই নির্বাচনে তার চাচা জেব বুশ  (ফ্লোরিডার সাবেক গভর্ণর) রিপাবলিকান পার্টির প্রার্থী হলেও তিনি হিলারীর জন্যে কাজ করবেন বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বারবারা বুশ নিউইয়র্কে বাস করছেন এবং হিলারী ক্লিন্টন পরিবারের সাথেও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। বারবারা বুশ হচ্ছেন 'গ্লোবাল হেল্থ কর্পোরেশন' নামক একটি সেবচ্ছাসেবী সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এ সংস্থাটির কাজকর্মে যুক্ত রয়েছেন হিলারী ক্লিন্টন, চেলসী ক্লিন্টন এবং বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা।

বারবারা এ প্রসঙ্গে বলেন, 'যারা মানবতার কল্যাণে নিবেদিত এবং নি:স্বার্থভাবে কাজ করছেন আমি তাদের সাথেই রয়েছি।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।