আমাদের কথা খুঁজে নিন

   

ফোরামের সমর্থন পাবেন না পাপন

তারিখ কবে নির্ধারণ হবে তার কোনো ঠিক নেই। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে ক্রীড়াঙ্গনে এখনই উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও কিছুদিন আগে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন ক্রিকেটে বৈরী পরিবেশ দূর করতে তিনি নির্বাচনে অংশ নেবেন। ক্রীড়াঙ্গনে নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের বিভেদ থাকত।

কিন্তু এবার আওয়ামী লীগই একে অপরের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জাতীয় ক্রীড়া পরিষদ কিছুটা হলেও দুশ্চিন্তায় আছে। সাবের ও পাপন দু'জনা যে ধরনের উত্তেজিত কথা বলছেন তাতে নির্বাচনে হট্টগোলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। হকির নির্বাচন নিয়ে এমনিতেই বেকায়দায় পড়ে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। ক্রিকেটকে ঘিরে কি যে হয় তা নিয়ে তিনিও মহা দুশ্চিন্তায় পড়ে গেছেন।

দায়িত্ব ছাড়ার আগে এটা তার বড় চ্যালেঞ্জই বলা যায়।

একটা ব্যাপার লক্ষণীয় যে ক্রীড়াঙ্গনে নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা অর্থাৎ ফোরামের দাপট তুঙ্গে থাকে। তারা যাকে সমর্থন দেন মূলত তারাই জিতে যান। বিস্ময় ব্যাপার বিসিবি সভাপতি পাপন সরাসরি বলেছেন ক্রিকেটে ফোরামের কোনো অবস্থান নেই। ব্যাপারটি ক্ষেপিয়ে তুলেছে ফোরামকে।

কাল তাই সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে বিসিবির নির্বাচনে ফোরাম কোনোভাবেই পাপনকে সমর্থন দেবে না। সভাপতি ইউসুফ জামিল বাবু বেশ ক্ষুব্ধ হয়ে বলেছেন, একজন অনভিজ্ঞ লোক দেশের ক্রিকেটকে পরিচালনা করছেন। তার নেতৃত্বে ক্রিকেট কত দূর এগুবে সেটা প্রশ্নাতীত। বাবু বলেন, পাপন যতই মিটিং-ফিটিং করুন না কেন ফোরামের সহযোগিতা ছাড়া তার ফেল অনিবার্য। পাপন বলেছিলেন ফোরাম জেলায় জেলায় ক্রিকেট আয়োজন করতে পারে না।

তারা যদি ক্রিকেটের দায়িত্ব পান তাহলে কি যে হবে সহজে ধারণা করা যায়। বাবু বলেন, গুরুত্বপূর্ণ পদে থেকে পাপনের এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন তার জেলা কুমিল্লাতে যত ক্রিকেট খেলা হয়েছে তা ক্রিকেট বোর্ডও করতে পারেনি। সভাপতি পদে ফোরাম কাকে সমর্থন দেবে এ ব্যাপারে বাবু বলেন, আগে তাদের লক্ষ্য থাকবে ৬৪ জেলা থেকে কাউন্সিলর নির্বাচন করে দশজন পরিচালক নির্বাচিত করা। এরপর তারা সভাপতি পদে কাকে সমর্থন দেবেন তা ঠিক করবেন।

তবে পাপন যে সমর্থন পাবেন না তা বাবু স্পষ্ট করে জানিয়ে দেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.