আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ফোরামের প্রথম সপ্তাহ

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

শুরু হওয়ার এক সপ্তাহের পর বাঁধভাঙার আওয়াজের কী অবস্থা হয়েছিল, আমি তা জানি না। কারণ আমি এসেছিলাম মাস দুয়েক পরে। কিন্তু সামহোয়ার ইন ফোরামের অবস্থা বেশ খারাপ। ব্লগ চালু হওয়ার পর যেরকম প্রচারণা করা হয়েছিল, ফোরাম চালুর পর সেরকম প্রচারণা করা হয়নি। সেটি হয়তো এর একটি বড় কারণ।

বাঁধ ভাঙার আওয়াজে যারা লিখছেন ও আড্ডা দিচ্ছেন, তুমি-আমি পারষ্পরিক পিঠ চুলকানো ও ছড়িতা চর্চা করে ঝড় তুলছেন তারা ভুলেও ওদিকে উঁকি দিচ্ছেন না। তবে ওদিকেই আড্ডার সুযোগ বেশি ছিল। হয়তো এখানে লেখালেখির একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে তা আর বদলানোর মত তেমন অনুপ্রেরণা পাচ্ছেন না অনেকেই। আরেকটি বড় কারণ হচ্ছে ওখানে যেসব সুযোগ পাওয়া যাবে তার সবকিছু এখানেই আছে। সুতরাং যারা এখানেই আসন পেতে বসে গেছেন তারা ওখানে যাওয়ার আর আগ্রহ দেখাচ্ছেন না।

সেখানে নানারকম ফোরামের সুযোগ রাখা হয়েছে। আমি মাঝে মাঝেই ঢুঁ মারি। কিন্তু অল্প কয়েকটা লেখার কংকালই দেখা যায়। সাহিত্য, বিনোদন, ফ্যাশন, ভ্রমণ, চাকরি, খেলাধূলা, অর্থনীতিএমনকি রাজনীতি পর্যন্ত খালি। কেউ পাতা ভরাচ্ছে না কপি-পেস্ট করেও।

চরম আগ্রহে কেউ ফ্লাডিং-ও করছে না। নাহ, ফোরামের প্রথম সপ্তাহটা একেবারে ফ্লপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.