টেনিস ইতিহাসে সর্বকালের সেরা তারকা হিসেবে ইতোমধ্যেই অনেকটা স্বীকৃতি পেয়ে গেছেন রজার ফেদেরার। কিন্তু এই সুইস তারকা বন্ধু রাফায়েল নাদালের সঙ্গে কোনোভাবেই পারছেন না। গতকালও পারলেন না। সিনসিনাত্তি ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে পরাজিত করেছেন নাদাল। প্রথম সেটটা ফেদেরার ৭-৫ গেমে জিতলেও পরের দুটিতে তেমন একটা লড়াই করতে পারেননি।
নাদাল ম্যাচটি জিতেছেন ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে। এই নিয়ে দুই তারকার লড়াইয়ে ২১-১০ ব্যবধানে এগিয়ে গেলেন নাদাল। সিনসিনাত্তি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে কেবল ফেদেরারই নন, বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ, দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারেও। জন ইজনারের কাছে জকোভিচ হেরেছেন ৭-৬ (৭/৫), ৩-৬, ৭-৫ গেমে। অন্যদিকে অ্যান্ডি মারে টমাস বারডিচের কাছে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত হয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।