আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটা যদি কবিতার মত হত




জীবনটা যদি কবিতার মত হত
তবে আমি হলদে পাতায় আনতাম সবুজের প্রাণ,
কাকডাকা ভোরে তবে উঠিয়ে তুলতাম আমি
এ পৃথিবীর সকল ঘুমন্ত প্রাণ ।

স্নিগ্ধ পরশে ভালোবাসার বৃত্তের কেন্দ্রস্থলে উড়তাম আমি
বৃত্তের পরাবৃত্তে আমি ঘুরতাম না,
কিন্তু জীবনটাতো আর কবিতার মত নয়
তাই তোমার হাতের চুড়ি ভাঙ্গে , আমার ভালোবাসার
কথা থামে ।

সাগরের তিনভাগ জলে
যদি জীবনের ব্যাখা দেয়া যেতো
তবে দেখাতাম কতটা ক্ষত-বিক্ষত হয়
আমার বুক ।

উত্তাল আফালের ডাকে
হাওরের বুক চিরে চারপাশে যত গল্প জমে
তার থেকে কম গল্প নেই
এ বায়ান্ন মেহগনি কাঠের জীবনে ।

কিন্তু জীবনতো কবিতার মত নয়
সবকিছু কবিতার মত হয়না ,
সব অর্থহীন পাওয়া হারিয়ে যায়
কিছু অর্থময় গতির পাওয়ার কাছে ।

ছাতিমতলার নিচে
আড্ডাতো বেঁচে থাকেনা চিরকাল ,
বিক্রি হয়ে যায় কত সম্পর্ক
সময়ের করাল গ্রাসে।

এক পশলা বৃষ্টিতে ভেজার অপরাধে
মা দিয়েছিল খুব বকে ,
এখন সেই মায়ামুখের বকুনি
হয়না আর ঘরজুড়ে ।

সময় গিয়েছে ছুটে
নদীর জলে বান ডেকে,
সেই বানের জলে হারিয়ে গেছে
কবিতার মত জীবনের গল্প ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।