আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাওয়া জীবনটা...

আমারে তুমি অশেষ করেছো

সময় গুলো এভাবে ছুটছে কেনো?হঠাৎ ভাবি অনেক সময় কি চলে গেছে জীবনের?...আমিও এখন দশ বছর আগের কথা নিয়ে গল্প করতে পারি!!.....অবাক লাগে। ওই ঈদ এ , মনে হচ্ছিল যেন সেদিন ...কি উত্তেজনা খাসি পাওয়া যাবে কিনা ...খাসির নাকি অনেক দাম !! আব্বুর খাসি কিনে বাসায় আসতে আসতে রাত বারটা বাজলো ..... অনেক খুশিই হয়েছিলাম সেদিন ...অবশেষে পাওয়া গেল ,,...এখন তো আমর অনেক কাজ খাসিকে আমার আপন বানাতে হবে...কাঠাল পাতা খাওয়াই ...কলা পাতা .. যা পাই তাই খাওয়াই তিন বোন মিলে... ঝগড়াও হয়ে যায় আমদের মধ্যে .... ঈদ আসতে আসতে খাসিটা আমদের বন্ধুই হয়ে যায় ... ঈদের দিন সকালে কোরবানী দেখা ছিল একটা ঈদের অংশ ..কষ্ট পাওয়াটাও যেন ছিল ঈদের খুশি ... ঔ ঈদে সালামি নাই...নতুন জমাও নাই তাও যেন ঈদ ঈদ মনে হত... .কেন জানি... জানি না আব্বু সব সময় ঈদের দিনটায় রেগে থাকত ...আব্বু রেগে গেলেই আমরা পড়তে বসতাম..কিন্তু ঈদ এমন একটা দিন যে দিন আর যাই করি না কেন পড়ালেখা করা হারাম ...তাই আমরা পরতাম ফেসাদে...ওই সময় আব্বুর উপর রাগ উঠলেও এখন ভাবি তাও তো তখন ঈদ ঈদ মনে হত.... তারপর মাংশ কাটা...ফকির সামলানো...ঝামেলা মনে হত ....তাও তো ঈদ ঈদ মনে হত....এখন .... কোনো চিন্তাই নাই খাসি কেনার....দেখিও না পর্যন্ত...নতুন জামা, সালামি সবই পাই তবু কেন ঈদ ঈদ মনে হয়ে না!!...আব্বু ও আর রেগে থাকে না...ঝামেলাও আর মনে হয় না...ঝগড়া করার জন্য আপুদের ও পাই না .... ঈদের দিনটাতেই বেশি করে মিস করি আগের বাসটাকে, ...আগের জীবনটাকে ...একসময় বাসা ভরা মানুষ. চিৎকার, ঝগড়া, আড্ডা. বোনরা একসাথে হলেই ঝগড়া. কত যে বার বলেছি আগে "তোমার সাথে জীবনেও কথা বলব না"...আজকে মনে হয় কি অবুঝ চিৎকার ছিল ওটা....একটু কথা বলার জন্য মনটা কেমন জানি করে। বাসার মধ্যে শত মানুষের মাঝে নিজেকে নিয়ে এক অন্য দুনিয়া বানিয়েছিলাম, একটু একা থাকার জন্য .....হঠাৎ দেখলাম সবাই আমাকে একা করে চলে গেছে....আবার আড্ডা মারার জন্য, ঝগড়া করার জন্য মনটা কেদে উঠলো...বার বার মনে হল ঈদ ঈদ কেন মনে হয় না আর......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.