আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটা এক আজব রঙ্গমঞ্চ।

জীবনটা সিগারেটের ছাই........

একটাই জীবন। আজব না? আমার কাছে আজব লাগে। একটাই জীবন। একবারই এই পৃথিবীতে আমরা এসেছি। একবারই চলে যাব।

পৃথিবীতে আসার পর কি হলো তা তো আমরা জানি। সামনে আরো জানবো। কিন্তু যেদিন মারা যাবো তার পরে কি হবে তা কি আমরা জানি? ভাবতে অবাক লাগে, একটা মানুষ যখন বেঁচে থাকে কতো কিই না সে করে। যেদিন মরে যায়। তার পরে হাজার চেষ্টায়ও তাকে আর ফিরিয়ে আনা যায় না।

আজ যে মারা গেলো সে আর কোন দিনই আমাদের মাঝে ফিরে আসবে না। কোন দিনই না। বেঁচে থাকার সময়টাতে মানুষ হাজারো ঝামেলায় এমনভাবে মগ্ন থাকে যে তাকে দেখে মনে হয় সে বুঝি কোন দিন ও মরবে না। কিন্তু না। বাস্তবে এক দিন ফটাস করে সে মরে যায়।

আমরা যে সময়টা এই পৃথিবীতে থাকি আমরা কি পারিনা এই সময়টাকে আরেকটু আনন্দময় করে তুলতে। হতাশা বা বাস্তবতা কোনটাই বেশি করে না নিয়ে বরং সুন্দর পরিকল্পিত একটা জীবন কি আমাদের হতে পারে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।