এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
এ প্রশ্ন শুধু আমার নয় ;
এ প্রশ্ন শুধু সুতপার নয় ;
এ প্রশ্ন এই উচ্চ শিক্ষিত সমাজের
অন্ধকার ওলিতে -গোলিতে ।
ঘরের শোভা বাড়াই আমি ;
মনের ক্ষুধা নেভাই আমি ;
দেশের কর্নধার এখন আমি ;
সরকারের বিরুদ্ধে লড়ি আমি ;
সংসদের প্রতিটি কোনায় আমি ;
জাতিসংঘের সুউচ্চ ভবনে আমি ;
অপমান আর লান্ঞনার নাম আমি;
মাথা পেতে ভাগ্যকে আঁকড়ে থাকি আমি ।
সবশেষে চিতায় ওঠে যে শরীর ,
ক্ষতবিক্ষত হয় স্বপ্নের কারখানা ;
নির্বাক চেয়ে থাকে এক জোড়া চোখ --
তার নাম ও আমি ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।