আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক সরকার বিল পাসের আহ্বান

আগামী সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাসের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের অংশ হিসাবে জিয়াউর রহমানে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। ৫ সিটি নির্বাচনে তত্ত্বাবধায়কের পক্ষে মতামত ব্যক্ত করেছে। আশা করছি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তাছাড়া যদি কোনো সংঘাত সৃষ্টি হয় তাহলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

আওয়ামী লীগের অবস্থা উট পাখির মতো উল্লেখ করে তিনি বলেন, বালুর ঝড়ে যেমন উটপাখি বালুতে মুখ গুজে রাখে, আওয়ামী লীগের সে রকম অবস্থা হয়েছে। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারাণ সম্পাদক মীর সরাফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবুসহ সংগঠনের নেতাকর্মীরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।