আমাদের কথা খুঁজে নিন

   

যোদ্ধা

আজ আমি এক নতুন জগতে প্রবেশ করলাম।
প্রান প্রিয় দেশকে পরাধীনতার শৃংখল হতে মুক্ত করিবার, সাড়া দিয়ে ছিল সমগ্র বাঙ্গালী জাতির জনক বঙ্গ বন্ধুর হাত ছানিতে। দেশ প্রেম আর জাতির ভালবাসায়, মৃতু্ঞ্জয়ী হয়ে লড়েছিল সেই দামালের দল । রক্ষা করিতে দেশেরই মান মরিয়া হয়ে লড়েছিল মুক্তি সেনার দল। হিংস্র হায়েনার মত ছোবল মেরে ছিল হানাদার পশ্চিমা বাহিনীর কোমাক্কল অকাল মৃতুর কোলে ঢলে পরেছিল কত মায়েরই সন্তান । সন্তান হারা বেদনা আর বোনের শোকের আর্তনাদ, ছড়িয় ছিল বাংলার বুকে সমগ্র দুঃখ, কষ্ট আর বেদনার মাঝে, জীবন দিয়ে ছিল তারা রক্ষা করিতে বাংলা ভাষার মান। জাতি কখনও ভুলিবে না দুঃসাহসিক মুক্তি সেনাদের, যুগ হতে যুগ যুগান্তরে স্মরনে রাখিবে তাদের। মোঃ শাহাদাৎ হোসেন (কাঞ্চন) মোবাইলঃ০১৭৪৯১৯৪৬৪৫
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।