আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি কমেডি টিভি সিরিজ এবং একজন Hugh Laurie

ব্লগিং করতেই চাই, তবে সেটা একেবারে, নিরীহ ও মিনমিনে উপায়ে।
৫টা টিভি সিরিজ নিয়ে কথা বলতে চাইঃ House M.D. http://www.imdb.com/title/tt0412142/ http://en.wikipedia.org/wiki/House_(TV_series) http://www.fox.com/house/ A Bit Of Fry & Laurie http://www.imdb.com/title/tt0101049/ Click This Link Jeeves & Wooster http://www.imdb.com/title/tt0098833/ Click This Link Blackadder http://www.imdb.com/title/tt0084988/ http://en.wikipedia.org/wiki/Blackadder http://www.bbc.co.uk/comedy/blackadder/ Monty Python's Flying Circus http://www.imdb.com/title/tt0063929/ http://en.wikipedia.org/wiki/Monty_Python প্রথম Hugh Laurie কে দেখেছিলাম বোধহয় “Stuart Little” মুভিতে, কিন্তু মুভিটা কোন দিনই ভাল করে দেখা হয়নি, আর ওই মুভি দেখে হিউ লরিকে ভালভাবে চেনা যায়ও না। একজন বন্ধু বলেছিল House M.D. সিরিয়ালটা যেন আমি নামিয়ে দেখি, কিন্তু কোনদিনই সেটা আমি দেখতে চাইতামনা, চিকিৎসাবিজ্ঞানকে বিষয় করে যে সিরিয়ালের কাহিনী, তাকে দিয়ে আমার বিনোদনের সীমিত সুযোগকে ভরিয়ে তুলতে যথেষ্ট আপত্তি ছিল। কিন্তু……একবার খালি একটি পর্ব দেখলাম House M.D.এর, তারপরে আর ছাড়তে পারিনি, মাঝখান থেকে এখন আমি হিউ লরি এর বিশাল ফ্যান হয়ে গিয়েছি। এই লোককে নিয়ে কি আর বলব? অসাধারণ একটা প্রতিভা।

অভিনয়ের দিক থেকেও বটে আবার এনার অভিনয় করা প্রতিটি সিরিয়ালেই, একেবার নিজে বাজানো গিটার, পিয়ানো, স্যাক্সোফোন, হারমোনিকা ইত্যাদি থেকে (এবং একই সাথে কন্ঠদান থেকে)বোঝা যায়। আর কৌতুক পরিবেশনায় আমার ধারণা ব্রিটিশরা বরাবরই এগিয়ে থাকে বলে মনে হয় (হিউ লরি নিজে ব্রিটিশ, তবে House M.D. বা অন্য কোন আমেরিকান মুভিতে অভিনয় দেখে বোঝা যাবেনা)। খুবই উঁচুদরের কৌতুক,বিশেষ করে বলব A Bit Of Fry & Laurie আর Blackadder এর কথা। Blackadder এ অবশ্য Rowan Atkinson এর ভূমিকা খুব উল্লেখযোগ্য। এবার একটা একটা করে বলিঃ House M.D. এই সিরিয়ালটা ডাক্তারদের নিয়ে, এবং যেই রকম জটিল সব কেস দেখানো হয়, সেগুলো আমাদের দেশের ডাক্তার ছাড়া অন্যদের বুঝতে একতু অসুবিধা হতে পারে, কিন্তু মূল ঘটনা ডাক্তারি নয়, IMDB তে এটাকে ড্রামা, মিস্ট্রি ক্যাটাগরিতে রাখা হয়েছে, কাজেই পুরো বিশুদ্ধ কমেডি এটা নয়, তবে কমেডিক এলিমেন্ট প্রচুর।

৬টা সিজন isohunt.com এ পাওয়া যায় আর ৭ম টা মাত্র Fox TV তে দেখানো হচ্ছে, এবং আমি দেখতে পারছিনা বলে খুবই দুঃখে আছি। A Bit Of Fry & Laurie এটাতে আরো একজনের নাম দেখতে পারছেন – তিনি হলেন, Stephen Fry, ব্যাক্তিগত জীবনেও Hugh Laurie র একজন ঘনিষ্ট বন্ধু। (ছবিতে সস্ত্রীক লরি এবং স্টিফেন ফ্রাই) এনার কথা এতক্ষণ বলিনি, কিন্তু এনাকে আরো দেখতে পাবেন আপনি Blackadder, এবং Jeeves & Wooster সিরিজে। আজ একটু আগেই A Bit Of Fry & Laurie সিরিজের ৩য় সিজন দেখছিলাম। এবং তখনই মনে হল এই সিরিজগুলোর বিষয়ে শেয়ার করা খুব জরুরী।

বলেছিলামনা খুব হাই ক্লাস কমেডি, যে পর্বটা দেখছিলাম,সেটাতে একটা সময় এনারা দুজন কমেডি পরিবেশন করেন, মঞ্চে উপস্থিত না থেকে, সাবটাইটেলের মাধ্যমে। আবার আরেকটা সময় পেট্রল পাম্পে পেট্রল বিক্রি করেন জমির দালালের মত করে, দেখে হাসতে হাসতে কি আর বলব। তবে হ্যাঁ, কোন ভাঁড়ামি পাবেননা। Blackadder: অসাধারণ হাসির। Blackadder এর মত কিছু সুবিধাবাদী যুগে যুগে কি করে ফেরত আসে তাই নিয়ে কাহিনী।

Rowan Atkinson, Tim Robinson, Hugh Laurie, Stephen Fry অনেকেই আছেন। Jeeves & Wooster P. G. Wodehouse এর লেখা অবলম্বনে। স্কুল লাইফে সেবার অনুবাদ পড়েছিলাম Carry on Jeeves, Thank You Jeeves, Lord Emsworth ইত্যাদি বইগুলো। তখনই এত অসাধারণ লেগেছিল, যে এই রকম কিছুর খোঁজ করছিলাম এমনিতেই, পরে দেখি Hugh Laurie অভিনয় করেছেন। একবার বোধহয় বিটিভিতে Thank You Jeeves অবলম্বনে নাটক হয়েছিল, আমার থিক মনে পড়ছেনা, তবে তারিক আনাম বোধহয় অভিনয় করেছিলেন।

নাটকটার নাম জানতে পারলে বা, কোথাও পেলে হত। P. G. Wodehouse এর বই একবার কিনতে অনেক খোঁজখবর করে নীলক্ষেতে গিয়েছিলাম, কিন্তু আমার আর্থিক সামর্থ্য একটু বেশিই কম হওয়াতে, কেনা গেলনা!(বড়ই দুঃখ)। Monty Python's Flying Circus ইত্যাদির “ইংরেজি ছবির বাংলা সংলাপ” যারা দেখেছেন তারা বহুবার এই সিরিজের দৃশ্য দেখে ফেলেছেন। ব্রিটিশ কমেডি কখনো কখনো বুঝতে সমস্যা হতে পারে, তবে এমনিতে এক কথায় অসাধারণ। মূল অভিনেতাদের একজন হলেন John Cleese যাকে আরো দেখেছেন, Steve Martin অভিনীত Pink Panther সিরিজের মুভিগুলোতে,চীফ ইন্সপেক্টর হিসেবে।

John Cleese এর আরেকটা কমেডি মুভি দেখেছিলাম, একটা caper, নাম A Fish Called Wanda। Monty Python দের অনেকগুলো মুভিও আছেঃ • And Now for Something Completely Different (1971) • Monty Python and the Holy Grail (1975) • Monty Python's Life of Brian (1979) • Monty Python Live at the Hollywood Bowl (1982) • Monty Python's The Meaning of Life (1983) সবার শেষে আরেকটা খুব প্রিয় টিভি সিরিজের কথা বলি, এটা কমেডি কিন্তু খুব সুন্দর কিছু মেসেজ আছেঃ Perfect Strangers http://www.perfectstrangers.tv/ http://www.imdb.com/title/tt0090501/ Click This Link) Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।