অতি সাধারণ একজন....
!
!
জাকির নায়েক বাংলাদেশে আসছেন। এতে এক শ্রেনীর মানুষ বেশ আনন্দিতো। আরেক শ্রেনী ক্ষুব্ধ। কিন্তু আমি শংকিত। অনেক শংকিত।
কারণটা মুলত তার দেশে আসা নিয়ে নয়। আমি শংকিত এই দুই শ্রেনীর মানুষ নিয়ে যারা ক্ষুব্ধ এবং আনন্দিতো।
এই দুই শ্রেনীর মানুষের একটা অংশ যারা ব্লগিং করেন তারা ক্রমাগত সামুর প্রথম পাতায় পোস্ট দিতে থাকবেন। ইতোমধ্যে যেটা শুরু হয়ে গেছে।
জাকির নায়েক দেশে আসবেন ৩০ নভেম্বর।
এখনো বাকি প্রায় দুই মাস। এই দুই মাস যদি একটার পর একটা জাকির নায়েক রিলেটেড পোস্ট আসতে থাকে তাহলে সাধারণ ব্লগাররা যাবে কই?
ব্লগের নীতিমালায় এরকম একটা কথা আছে- "প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ের একাধিক পোস্ট-র মাঝ থেকে এক বা একাধিক পোস্ট সরিয়ে দেওয়া হতে পারে"
কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে, নীতিমালার এই অংশটির ব্যাবহারিক প্রয়োগ খুব কম।
উদাহারণ সরুপ কিছুদিন আগে একজন মডেলের ভিডিও নিয়ে আসা পোস্টগুলোর কথা বলা যেতে পারে। এই মডেল নিয়ে এখনো পোস্ট আসছে, কিন্তু মডারেটররা নির্বিকার।
তাই জাকির নায়েক বিষয়ে আসা পোস্টগুলোর বিরুদ্ধে মডারেটররা ব্যাবস্থা নিবেন এরকম আশা করাটা ভুল।
তারপর এই ইস্যুর সাথে ধর্মিয় ব্যাপারও জড়িয়ে আছে।
তাই আমি শংকিত। ভয়াবহ শংকিতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।