মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
সম্পর্কটা শুরু কেলাস সেভেনে। জুট রিসার্চের পাট ক্ষেতে। এখন সেই খানে ন্যাম বিল্ডিং গজাইছে। এর পর কত বছর, প্রায় বার বছর পর আজকে (আসলে কাল রাতে) সিদ্ধান্ত নিছি কমপ্লিট ব্রেক আপ।
আমার গার্লফ্রেন্ড রিলেশনের প্রথম দিনই দুইটা কন্ডিশন দিছিলো,
১. সপ্তাহে নূন্যতম এক বার দেখা করতে হবে।
২.সিগারেট খাওয়া ছাড়তে হবে।
মাথা নাইড়া সায় দিছি। প্রমিজ করতে হইছে।
এরপরও প্রমিজ ভাইঙ্গা পরকীয়াটা চালায় যাইতেছিলাম।
তবে কইমা গেছিলো অনেকট। আগে সেইখানে দিনে ১০-১৫ টা গোল্ডলিফ, সেইখানে ৩-৪ টা বেনসন, ভাবছিলাম বেনসন খাইলে ট্যাকার মায়ায় কম খাওয়া হইবো।
কপালে সুখ সইলো না, কালকা সকালে মায়ের (আগেই জানতো কিন্তু হাতে-নাতে ধরা খাইলাম কালকা)হাতে হাতে-নাতে ধরা খাইছি। বাসায় রাইতে সেইরকম ইমোশনাল হাঁউকাউ।
তারপর চিন্তা করলাম সারারাত, গুল্লি..............
কিছু পাইতে হলে কিছু কিছু জিনিস তো ছাড়তে হয়...
দোয়া রাইখেন.......আজকা থাইকা খুট্টি মাইরা থাকুম....নো স্মোকিং....................................................................মানসিক জোরটা যেন রাখতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।