আমাদের কথা খুঁজে নিন

   

অত্যন্ত সাবধানতার সঙ্গে উদ্ধারকাজ চলছে: আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুর ইসলাম বলেছেন, সাভারের ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান চলছে সেনাবাহিনীর নেতৃত্বে। অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। কারণ, যদি যন্ত্রপাতি অবিবেচকের মতো ব্যবহার করা হয় তাহলে প্রাণহানি ঘটতে পারে।
আজ শুক্রবার বিকেলে সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার কাছে আইএসপিআরের নিয়ন্ত্রণকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইএসপিআরের প্রধান।
সংবাদ সম্মেলনে আইএসপিআরের প্রধান আরও দাবি করেন, উদ্ধারকাজের জন্য সেনাবাহিনীর কাছে হালকা বা ভারী সব ধরনের যন্ত্রপাতি রয়েছে।

অক্সিজেন, টর্চ, ওষুধ, ত্রাণসামগ্রী সবই পর্যাপ্ত বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সবাইকে মনে রাখতে হবে সেনাবাহিনী আটকে পড়া মানুষদের উদ্ধার করতে এসেছে। সেনাবাহিনীর সদস্যসহ অন্য বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিজের জীবনকে তুচ্ছ করে আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়েছেন। অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। কারণ, সামান্য অসাবধান হলে আরও প্রাণহানি হতে পারে।


সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধ্বংসস্তূপ থেকে যাঁদের জীবিত উদ্ধার করা হচ্ছে, তাঁদের সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। মরদেহগুলো নিকট আত্মীয়দের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আইএসপিআরের পরিচালক আরও বলেন, ‘মিডিয়ার মাধ্যমে অনুরোধ রাখতে চাই, ধ্বংসস্তূপের কাছে বহু মানুষ আছেন। সুষ্ঠুভাবে উদ্ধারকাজ পরিচালনার জন্য তাঁদেরকে জায়গা করে দিতে হবে। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.