এসময় দোকানের মালিক নজরুল ইসলাম ও তার ভাই নাহিদুল ইসলামকে আটক করে র্যাব।
রোববার সন্ধ্যার পরে নগরীর মিঞাপাড়া এলাকার ‘কে আহম্মেদ কোম্পানি’ নামের ওই দোকানে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন রাজশাহী র্যাবের অধিনায়ক আনোয়ার লতিফ খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শটগান ও পিস্তলের ওই গুলিগুলো অবৈধ অস্ত্রধারীদের কাছে বিক্রি করা হতো।”
এই র্যাব কর্মকর্তা জানান, সকালে নগরীর কাটাখালি থেকে আটক জান মোহাম্মদ নামের এক সন্ত্রাসীর দেয়া তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়।
দোকান থেকে উদ্ধার করা গুলিগুলো হিসাববহির্ভূত বলে জানান তিনি।
তবে রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুলির সঠিক সংখ্যা জানাতে পারেনি র্যাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।