আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাপী নারী গ্যাংস্টার বেড়েই চলছে; তারা বন্দুকের চেয়ে বেশি পছন্দ করে চাকু



নারী গ্যাংস্টারদের দলে যোগ দিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এমন মেয়েদের সংখ্যা বিশ্বব্যাপি আশংকাজনক হারে বেড়ে চলেছে। এই সংখ্যা প্রায় ১ লাখ ৩২ হাজার থেকে ৬ লাখ ৬০ হাজার ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সংগঠিত অপরাধ চক্রগুলোর মধ্যে ২৫ থেকে ৫০শতাংশই নারী । সম্প্রতি পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় এই ফলাফল বেরিয়ে এসেছে। যখন এই মেয়ে অপরাধীরা কোন সংঘর্ষের মুখোমুথি হয় তখন তারা আগ্নেয়াস্ত্রের চেয়ে চাকু, পাথর বা অন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করতে বেশি পছন্দ করে-জেনেভা ভিত্তিক একটি স্বাধীন আন্তর্জাতিক জরিপের ফলাফল এটি।

জরিপে রীতিমতো চমকে দেয়ার মতো কিছু তথ্য বেরিয়ে এসেছে। যেমন, বিশ্বব্যাপি গ্যাং এবং অস্ত্রধারী গ্রুপগুলোর বহনকরা অস্ত্র এবং সহিংস কাজে আগ্নেয়াস্ত্রের বর্ধিষ্ণু ব্যবহার-তাদের যোগ্যতাকে নিয়মিত সেনা বাহিনী এবং আইন প্রয়োগ কারী সংস্থাগুলোর কাছাকাছি বলে ধারণা করা যায়। জরিপে বলা হচ্ছে, বর্তমানে সারা বিশ্বে গ্যাং, সংগঠিত অপরাধ চক্র এবং সশস্ত্র গ্রুপগুলোর অধিকারে প্রায় ১২ থেকে ১৪ লাখ আগ্নেয়াস্ত্র আছে যেখানে বিশ্বের অস্ত্রাগার গুলোতে মোট অস্ত্রের পরিমান ৮৭ কোটি ৫০ লাখ। যদিও ছেলেদের চেয়ে মেয়েদের সহিংসতার হার বেশি তবে জরিপ অনুযায়ি সন্ত্রাসী অপরাধ সংঘটনে পুরুষদের চেয়ে মেয়েরা অনেক পিছিয়ে। মেয়ে অপরাধীদের বেশিরভাগই অর্থ সম্পদ এবং মর্যাদা সম্পর্কিত বিষয়াবলি নিয়ে সংঘাত বা সহিংসতায় জড়িয়ে পড়ার প্রবনতা বেশি।

বিশেষ করে বাবা মার শাসন মানতে অস্বীকৃতি, স্কুল পালানো এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়া বিষয়গুলো এই অপরাধের অন্তর্ভুক্ত। ‘লেটিন কুইনস ইন নিউইয়র্ক’ নামে একটি গ্যাংএর উত্থানকে উদাহরণ হিসেবে নিয়ে স্টাডিতে বলা হয়েছে পারিবারিক কলহ এবং যৌন নির্যাতনের শিকার মেয়েরাই শেষ পর্যন্ত অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তবে বেশির ভাগ নারী গ্যাংস্টাররা নারী-পুরুষ মিশ্র গ্যাং এর সদস্য হতে পছন্দ করে এবং তারা পছন্দ করে অস্ত্র বহনের চেয়ে গোয়েন্দাগিরি, অন্তর্বাসের মধ্যে অস্ত্র ও খাদ্যের বক্স পরিবহন এবং গোপন পর্যবেক্ষক হিসেবে কাজ করা। জাতিসংঘের সুপারিশে জেনেভা ভিত্তিক ‘গ্যাংস গ্রুপস এন্ড গানস’ নামে পরিচলিত জরিপটি মেয়েদের বিরুদ্ধে মেয়েদের সহিংসতার এক অদ্ভুদ তথ্য দিয়েছে যাকে তারা ‘আনুভূমিক সহিংসতা’ বলে বর্ণনা করেছে। তথ্যে বলা হচ্ছে, নারী গ্যাং স্টাররা গ্যাংএর পুরুষ বসদের খুশি করার জন্য কখনো কখনো নিজেরা ক্যাটফাইটিং ধাঁচের ধর্ষণ দৃশ্য প্রদর্শন করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.