এলোমেলো ভাবনাগুলো বাধ মানে না।
কোনদিন এমন হয়নি।
ভাবতেও পারিনি এমন হবে,
কাউকে নির্লজ্জের মত করে বলব নিজের ভালোলাগার কথা।
সেদিন তুমি বলেছিলে-
মুখের কথাই শুধু বোঝার ভাষা নয়,
থাকতে পারে অন্য ভাষাও- বুঝে নিতে হয়।
কিন্তু অন্য ভাষা বোঝার ইচ্ছা যে কোনদিনই আমার হয়নি,
চেস্টাও তাই করিনি কোনদিন।
সেদিন তোমার চোখের দিকে চেয়ে
অজানা এক ভাষায় অনেক চিন্তা আমার অন্তর ফেলল ছেয়ে।
সে ভাষা যে এত কঠিন
ছিল না আমার জানা-
সে ভাষা ব্যকরন মানেনা-
অগোচরে অন্তরে দেয় হানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।